বোয়ালমারীতে ফেনসিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার
প্রকাশ : ১৭ মার্চ ২০২৪, ১৭:২১
বোয়ালমারীতে ফেনসিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফরিদপুরের বোয়ালমারীতে হতে ৪৪০ বোতল ফেনসিডিলসহ ২জনকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।


১৭ মার্চ, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ঘোষপুর ইউনিয়নের গোহাইল বাড়ী বাজারস্থ বিআরটিসি কাউন্টার এর সামনে থেকে দুই মাদক কারবারিকে আটক করে। এসময় তাদের সঙ্গে থাকা দুটি ট্রাভেল ব্যাগে তল্লাশি চালিয়ে বিপুলসংখ্যক ফেনসিডিল উদ্ধার করা হয়।


গ্রেফতারকৃত দুই মাদক কারবারি হলেন উপজেলার খামার পাড়া গ্রামের হান্নান শেখের ছেলে মো. নাজমুল শেখ (২৪) ও রতনদিয়া গ্রামের মো. ছামাদ শেখের ছেলে মো. শওকত আলী (২৯)।


জেল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) উপপরিচালক শামীম হোসেন জানান, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহালবাড়ী হয়ে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় মাদক পাচারের তথ্য পেয়ে অভিযান চালায় ডিএনসি। অভিযানে মাদকের একটি বড় চালান জব্দ করা সম্ভব হয়েছে।


তিনি আরও বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকেই মাদক নিয়ন্ত্রণের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা, নিষ্ঠা ও সফলতার সাথে কাজ করে আসছে। মাদকদ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুন সমাজকে রক্ষায় আমাদের জোরালো তৎপরতা অব্যাহত আছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


বিবার্তা/মিলু/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com