
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উপলক্ষ্যে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে।
১৭ মার্চ, রবিবার সকাল ৯টা ৩০ মিনিটে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমান।
এসময় জেলা প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
পরে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উপলক্ষ্যে জাতীয় শিশু একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমান। এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আমিনুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা প্রশাসক বলেন, আজকের দিনটি গুরুত্বপূর্ণ, আমাদের দেশকে আধুনিক স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে বঙ্গবন্ধুর আদর্শকে অনুধাবন করতে হবে। শিশুদের দেশকে ভালোবেসে বঙ্গবন্ধুর নির্লোভ চেতনাকে ধারণ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলার পুলিশ সুপার মো: আসাদুজ্জামান পিপিএম (বার), ঢাকা জেলার সিভিল সার্জন ডা. আবুল ফজল মো: সাহাবুদ্দিন খান, ঢাকা মহানগর ইউনিট মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো: শফিকুর রহমান শহিদ।
পরে জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিগণ।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, জেলা পর্যায়ের বিভিন্ন অফিস প্রধান, জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষকমণ্ডলী ও শিশু-কিশোররা উপস্থিত ছিলেন।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]