
রাজশাহী নগরীতে ৫ বোতল ফেন্সিডিলসহ ৮ জন পেশাদার জুয়ারিকে গ্রেফতার করেছে র্যাব-৫।
১৫ মার্চ, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে বোয়ালিয়া থানাধীন স্টেডিয়ামের মেইন গেটের পশ্চিমে চাটাইপট্টি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় ৫ বোতল ফেন্সিডিল, তাস ও নগদ ১২,৩৪০টাকা জব্দ করে র্যাবের অভিযানিক দল।
গ্রেফতারকৃতরা হলেন, বোয়ালিয়া থানাধীন সপুরা এলাকার মো. রাজিব (৪২), মো. কিসমত আলী (৪৩), মো. জুয়েল (৩৮) ও মো. জনি রহমান (৪৪)। চন্দ্রিমা থানাধীন শিরোইল কলোনি পশ্চিমপাড়া এলাকার মো. মেহেদী হাসান (২৮) ও মো. তুষার আলী (৩০)। একই থানার ছোটবনগ্রাম এলাকার মো. আকাশ (২৭) ও রাজপাড়া থানাধীন বহরমপুর এলাকার মো. রুবেল হোসেন (২৭)।
শনিবার বিকেলে র্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে ৫ বোতল ফেন্সিডিল, জুয়া খেলার তাস ও নগদ ১২,৩৪০ টাকাসহ ৮ জন পেশাদার জুয়ারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা প্রকাশ্যে জুয়া খেলে এবং মাদক সেবনের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে ফেন্সিডিলগুলো রেখেছিল।
গ্রেফতারকৃত আসামিদেরকে এজাহার মূলে রাজশাহী বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/মোস্তাফিজুর/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]