এক জালে ধরা পড়ল ২০ লক্ষাধিক টাকার লাক্ষা মাছ
প্রকাশ : ১৬ মার্চ ২০২৪, ১৮:৩০
এক জালে ধরা পড়ল ২০ লক্ষাধিক টাকার লাক্ষা মাছ
পিরোজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের ইন্দুরকানী থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া এক জেলের জালে ধরা পড়েছে ২০ লক্ষাধিক টাকার লাক্ষা মাছ।


ইন্দুরকানী উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের পূর্ব চরবলেশ্বর ওয়ার্ডের ইউপি সদস্য দুলাল ফকিরের সমুদ্রগামী ট্রলারে ধরা পড়েছে ওইসব মাছগুলো।


ট্রলারের জেলেরা জানান, সাগরে যাওয়ার পর মাত্র দুইবার জাল ফেলে ৯২টি লাক্ষা মাছ ধরতে সক্ষম হয়েছেন। যার প্রতিটির ওজন ৭ থেকে ২০ কেজি পর্যন্ত। একবার সাগরে গিয়ে ফিরতে তাদের দুই সপ্তাহ সময় লাগে। তবে এবার সাগরে গিয়ে মাত্র ৫ দিনের ব্যবধানে ওইসব মাছ শিকার করে পাড়েরহাট মৎস্য বন্দরে তারা ফিরে আসতে পেরেছেন।


অন্যদিকে ট্রলারের মালিক দুলাল ফকির বিবার্তাকে জানান, পরপর কয়েকবার সাগরে ট্রলার পাঠিয়ে লোকসান হয়েছে। তবে এবার ভালো মাছ পাওয়ায় আগের ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন।


পাড়েরহাট মৎস্য বন্দরের আড়তদার আবু আলী বিবার্তাকে বলেন, সমুদ্রগামী ওই ট্রলারে দুই টানেই ৯২টি লাক্ষা মাছ ধরা পড়েছে। যার প্রতিটির ওজন ৭-২০ কেজির মধ্যে। ৯২টি লাক্ষা মাছ ২০ লক্ষ টাকায় বিক্রি হয়েছে।


পাড়েরহাট মৎস্য বন্দর সমিতির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বিবার্তাকে জানান, গতকাল শুক্রবার রাতে মাছগুলো পাড়েরহাট মৎস্য অবতারণ কেন্দ্রে পাইকারি ক্রেতাদের কাছে বিক্রির পর চট্টগ্রামে পাঠানো হয়েছে। অন্যান্য মাছের তুলনায় লাক্ষা মাছের চাহিদা এবং দামও বেশি।


বিবার্তা/তাওহিদুল/রোমেল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com