
সাতক্ষীরার তালায় ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে সহকারী শিক্ষক সুভাষ কুমার দাসকে (৫৮) গ্রেফতার করা হয়েছে।
১৫ মার্চ, শুক্রবার রাতে নুরুল্লাহপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে বৃহস্পতিবার (১৪ মার্চ) ভুক্তভোগী পরিবার তালা থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুভাষ কুমার দাস গত ৭ মার্চ সকালে ওই স্কুলের ৪র্থ শ্রেণির এক ছাত্রীকে (১০) শ্রেণি কক্ষে ডেকে পাঠায়। এসময় শিক্ষক ওই ছাত্রীকে হাত-পা টিপে দিতে বলে। ওই ছাত্রী হাত-পা টিপতে গেলে শ্রেণি কক্ষে অন্যকোনো ছাত্র-ছাত্রী না থাকার সুযোগে শিক্ষক ওই ছাত্রীকে যৌন হয়রানি করে। এ সময় ওইছাত্রী ভয় পেয়ে পালিয়ে যায়। তারপর বাড়িতে গিয়ে সে মাকে সব খুলে বলে।
বিষয়টি জানাজানি হলে পরের দিন অভিভাবকেরা প্রধান শিক্ষকের কাছে এ ব্যাপারে অভিযোগ করে। অভিযোগের পরেও প্রধান শিক্ষক কোনো পদক্ষেপ না নেয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, তালা থানাসহ সংশ্লিষ্ট দফতরে লিখিত অভিযোগ করেন ওই শিক্ষার্থীর অভিভাবক।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম পিপিএম জানান, এ ঘটনায় ছাত্রীর পিতা বাদী হয়ে মামলা করলে শুক্রবার (১৫ মার্চ) রাতে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়।
বিবার্তা/সেলিম/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]