
সাভারে প্রকাশ্যে কাঠমিস্ত্রি সোহেল মোল্লাকে কুপিয়ে হত্যার ঘটনায় কিশোর গ্যাং লিডার আল আমিন ও তার সহযোগী সজিব হোসেনকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ৪ এর সাভার নবীনগর ক্যাম্প।
১৫ মার্চ, শুক্রবার রাতে ধামরাইর কালামপুর ও সাভারের আনন্দপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে র্যাব-৪।
র্যাব জানায়, গত ১১ মার্চ (সোমবার) সাভারের বাজার রোডে কাঠমিস্ত্রি সোহেল মোল্লাকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে প্রকাশ্যে কিশোর গ্যাং লিডার আল আমিন ও তার সহযোগীরা কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের হলে পুলিশের পাশাপাশি র্যাবও আসামিদের গ্রেফতারে অভিযান চালায়। পরে ধামরাইর কালামপুর ও সাভারের আনন্দপুর এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের মূল হোতা কিশোর গ্যাং লিডার আল আমিন ও তার সহযোগী সজিবকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার উদ্ধার করা হয়।
এ হত্যাকাণ্ডের সাথে জড়িত আরেক আসামি রাব্বীকে সাভার থেকে গ্রেফতার করেছে পুলিশ। আসামিদের সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিবার্তা/শরিফুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]