চুয়াডাঙ্গায় ত্রিমুখী সংঘর্ষে একজনের মৃত্যু
প্রকাশ : ১৫ মার্চ ২০২৪, ২০:১৭
চুয়াডাঙ্গায় ত্রিমুখী সংঘর্ষে একজনের মৃত্যু
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চুয়াডাঙ্গার জীবননগরে বাস-ইজিবাইক-সাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নূরনবী নামক এক সাইকেল আরোহী নিহত হয়েছে।


১৫ মার্চ, শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার উথুলী আমতলী নামক স্থানে ঘটনাটি ঘটে।


নিহত নূরনবী একই উপজেলার সিংনগর গ্রামের আবুল হাশেমের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন উপজেলার সদরপাড়া গ্রামের গোলাম হোসেনের ছেলে ইজিবাইক চালক মহিদুল ইসলাম।


প্রত্যক্ষদর্শীরা জানান, দর্শনাগামী পূর্বাশা পরিবহনের ঢাকা মেট্রো-ব-১৫-২৪০৮ নম্বরের বাসটি উথলী আমতলায় পৌঁছালে পার্শ্বসড়ক রাঙ্গিয়ারপোতার দিক থেকে আসা সাইকেল চালক নূরনবী আচমকা মূল সড়কের উপর চলে আসে। এ সময় বাসের চালক ইমার্জেন্সি ব্রেক চাপলেও দুর্ঘটনা এড়াতে পারেনি। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় নুরনবীর।


একই সময় দর্শনার দিক থেকে ছেড়ে আসা একটি ইজিবাইকের সাথেও বাসটির সংঘর্ষ হয়। আহত হন ইজিবাইকের চালক। দুর্ঘটনার পর বাসটি সড়কের উপর আড়াআড়ি হয়ে গেলে বন্ধ হয়ে সব ধরনের যানবাহন চলাচল।


খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় জীবননগর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। তাঁরা সড়কের উপর থেকে বাসটি নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করেন।


থানা পুলিশ বাসটি হেফাজতে নিলেও চালক ও হেলপারকে আটক করতে পারেনি। তবে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে বলে জানা গেছে।


বিবার্তা/আসিম/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com