
গাজীপুরের শ্রীপুরে কাভার্ডভ্যান চাপায় এক সবজি বিক্রেতা নিহত হয়েছেন।
১৫ মার্চ, শুক্রবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা পল্লী বিদ্যুৎ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত দুলাল হোসেন দিনাজপুর জেলার মোড়ালিপাড়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। তিনি মাওনা চৌরাস্তা এলাকায় খোলাবাজারে সবজি বিক্রি করতেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, মাওনা চৌরাস্তা এলাকায় শাক-সবজির ব্যবসা করতেন দুলাল হোসেন। দুপুরে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দিলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহমুদ মোর্শেদ বলেন, রাস্তা পারাপারের সময় ঢাকাগামী একটি মিনি কাভার্ডভ্যানের চাপায় দুলাল হোসেন মারা গেছেন। এ ঘটনায় দুর্ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে তবে চালক পালিয়ে গেছেন। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]