
বরিশালে অভয়াশ্রমে নিষিদ্ধ সময়ে মাছ ধরায় আটক ২৩ জেলের প্রত্যেককে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
১৫ মার্চ, শুক্রবার সকালে মৎস্য অধিদফতর ও হিজলা উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে মেঘনা নদী থেকে তাদের আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন- উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ।
এ সময় বিচারক তাদের প্রত্যেকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ সময় ২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন- সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, সাব ইন্সপেক্টর মেহেদী হাসান প্রমুখ।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]