
গোপালগঞ্জে অজ্ঞাত এক নারীর (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১৫ মার্চ, শুক্রবার দুপুরে শহরের ব্যাংকপাড়া এলাকার চাঁদমারী রোডের মহিদুল ইসলামের বাড়ির উঠান থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছাদ থেকে পড়ে ওই নারী নিহত হয়েছেন। তবে এখন পর্যন্ত নিহত নারীর নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, দুপুরের দিকে মহিদুল ইসলামের বাড়ির টিনের চালে হঠাৎ করে বিকট শব্দ হয়। এসময় বাড়ির লোকজন ঘর থেকে বের হয়ে ওই নারীর মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ওসি আরো জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে এটি হত্যা না কি আত্মহত্যা। বিষয়টি আমরা গভীরভাবে তদন্ত করছি। তবে এখন পর্যন্ত নিহতের নাম পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
বাড়ির মালিক মহিদুল ইসলাম মহিদ বলেন, আমি নামাজ পড়ার জন্য অযু করতেছিলাম। এসময় আমার বাসার একটি টিনের ঘরের উপর শব্দ হয়। এসময় আমিসহ আমার পরিবারের লোকজন ও প্রতিবেশীরা এগিয়ে আসলে তাকে মৃত অবস্থায় দেখতে পাই। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে।
বিবার্তা/সঞ্জয়/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]