
নাটোরের বড়াইগ্রামের খাকসা এলাকায় ৪ দিন পর নিজ ঘর থেকে লিটন আহমেদ (৪০) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১৫ মার্চ, শুক্রবার বিকেলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ওই মরদেহ উদ্ধার করে। লিটন ওই গ্রামের মৃত রুস্তম আলী ডাক্তারের একমাত্র ছেলে।
বড়াইগ্রাম ইউপি চেয়ারম্যান মোমিন আলী বলেন, লিটন একাই ওই বাড়িতে বসবাস করতেন। সোমবার সন্ধ্যার পর থেকে প্রতিবেশীরা তাকে দেখতে পায়নি। শুক্রবার দুপুরে অপর প্রতিবেশী নাসির ফকির তার ভুট্টার জমিতে সার দিতে গিয়ে দুর্গন্ধ পায়। পরে জানালা দিয়ে তার মরদেহ দেখে পুলিশে খবর দেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার বড়াইগ্রাম সার্কেল শরীফ আল রাজীব বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিনের ঘরের দরজা ভেঙে লিটনের মরদেহ উদ্ধার করেছে। সিআইডি টিম ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। এখন পর্যন্ত বলা যাচ্ছে না কী কারণে মৃত্যু হয়েছে। আমরা তদন্ত করছি সঠিক কারণ খুঁজে বের করতে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি বলে জানান তিনি।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]