
‘‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তাদের স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’’ প্রতিপাদ্যে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষ্যে খাগড়াছড়ির গুইমারায় আলোচনা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
১৫ মার্চ, শুক্রবার সকালে গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
গুইমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেনের সঞ্চালনায় উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী অফিসার রাজিব চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা।
এতে বক্তব্য রাখেন, গুইমারা বাজারের ব্যবসায়ী বিপ্লব বড়ুয়া, ঝন্টু পাল, জাহাঙ্গীর আলম, মশিউর রহমান তারেক, সুদত্ত বড়ুয়া, গুইমারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দুলাল আহমেদ, সভাপতি নূরুল আলম, দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জায়নুল আবদীন, বাজার পরিচালনা কমিটির সদস্য যুবলীগ নেতা বিপ্লব কুমার শীল, মহিলা ভাইস চেয়ারম্যান ঝরনা ত্রিপুরা, ভাইস চেয়ারম্যান কংজরী মারমা প্রমুখ।
এতে বক্তব্যরা গুইমারা বাজারে ভোক্তাদের অধিকার নিয়ে বিস্তারিত তুলে ধরে বলেন, মাছ বাজারসহ সিন্ডিকেটের মাধ্যমে ভোক্তাদের অধিকার ক্ষুণ্ন করা হচ্ছে। ভবিষ্যতে ভোক্তাদের অধিকার অক্ষুণ্ন রাখতে প্রশাসনসহ জনপ্রতিনিধি, সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
বিবার্তা/মামুন/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]