চট্টগ্রামে সৌদি ফেরত যাত্রীর ব্যাগে মিলল ১.২ কেজি স্বর্ণ
প্রকাশ : ১৫ মার্চ ২০২৪, ১৭:২৯
চট্টগ্রামে সৌদি ফেরত যাত্রীর ব্যাগে মিলল ১.২ কেজি স্বর্ণ
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব থেকে আসা মোহাম্মদ রফিকুল ইসলাম বকুল নামে এক যাত্রীর কাছ থেকে ৩২টি স্বর্ণের চুড়ি জব্দ করা হয়েছে।


১৫ মার্চ, শুক্রবার সকালে ওই যাত্রীর ব্যাগ তল্লাশি করে স্বর্ণগুলো জব্দ করা হয়।


জানা গেছে, শুক্রবার সকাল ৯টায় বাংলাদেশ বিমানের বিজি-১৩৬ ফ্লাইটে চট্টগ্রাম পৌঁছেন রফিকুল। তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করে কাস্টমস কর্মকর্তারা। এরপর তার দেহ তল্লাশি এবং ব্যাগেজ স্ক্যানিং করা হয়। এ সময় ব্যাগে স্বর্ণের মতো প্রতিচ্ছবি দেখা যায়। তার জুতার ভেতর, পোশাকে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় এবং ব্যাগসহ মোট ৩২টি স্বর্ণের চুড়ি পাওয়া যায়।


কাস্টমস কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ১ কেজি ২২০ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য এক কোটি ২২ লাখ টাকা।


কাস্টমস হাউসের সহকারী কমিশনার মহিউদ্দিন পাটোয়ারী বলেন, উদ্ধার হওয়া স্বর্ণ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হচ্ছে। এ ছাড়া ওই যাত্রীকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com