
বগুড়ার সারিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় একজন কৃষক নিহত হয়েছেন।
১৫ মার্চ, শুক্রবার সকাল ৮টার দিকে সারিয়াকান্দি উপজেলা শহরের টিপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এঘটনায় নিহত কৃষক জাবেদ আলী উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের চর রামনগর গ্রামের মৃত আবদুস ছাত্তার প্রামাণিকের ছেলে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সারিয়াকান্দি থানার উপপরিদর্শক জানিয়েছেন, জাবেদ আলী সকালে বাইসাইকেল নিয়ে কৃষিকাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। যাওয়ার পরে টিপুর মোড়ে এলে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।
পুলিশ আরও জানায়, দুর্ঘটনার পর ভটভটি পালিয়ে যায়। স্বজনরা মৃতদেহ ঘটনাস্থল থেকে নিয়ে যায় বাড়িতে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ হবে।
বিবার্তা/রাহেনুর/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]