টাঙ্গাইল জেলা প্রশাসকের লৌহজং নদী উদ্ধার কার্যক্রম পরিদর্শন
প্রকাশ : ১৫ মার্চ ২০২৪, ১৫:২৫
টাঙ্গাইল জেলা প্রশাসকের লৌহজং নদী উদ্ধার কার্যক্রম পরিদর্শন
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইল জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম লৌহজং নদী উদ্ধার, পরিষ্কারকরণ ও নদীর দুপারে রাস্তা তৈরির কার্যক্রম পরিদর্শন করেছেন।


১৫ মার্চ, শুক্রবার সকালে জেলা প্রশাসন, সদর উপজেলা প্রশাসন, টাঙ্গাইল পৌরসভাসহ সর্বস্তরের জনসাধারণের সমন্বয়ে লৌহজং নদী উদ্ধার কার্যক্রম পরিদর্শন করা হয়।


এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আইরিন আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ হাই জকী, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসান-বিন-মোহাম্মদ-আলী, টাঙ্গাইল পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. সাইফুল ইসলাম সরকার, জেলা দলিল লেখক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ আকন্দ সোনা, সাবেক কাউন্সিলর হেলাল ফকির সহ গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।


জেলা প্রশাসক নদীর পাড়ে বসবাসরত জনসাধারণের সাথে মতবিনিময় করে বলেন, নদী উদ্ধার কার্যক্রমে সকলকে সহযোগিতা করতে হবে। আশা করা যাচ্ছে, প্রশাসনের উদ্যোগে দ্রুততম সময়ের মধ্যে লৌহজং নদীর দুপারে রাস্তা নির্মিত হবে এবং নদী তার স্বাভাবিক গতিপথ ফিরে পাবে।


বিবার্তা/ইমরুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com