কারাভোগ শেষে ভারতে ফিরলো অভিষেক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৪, ১৯:৩২
কারাভোগ শেষে ভারতে ফিরলো অভিষেক
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে চার বছর কারাভোগ শেষে অভিষেক কুমার (৪০) নামে এক ভারতীয় নাগরিককে ফেরত দিয়েছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)।


১৪ মার্চ, বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা জেলার দর্শনা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়।


অভিষেক কুমার ভারতের ঝাড়খন্ড রাজ্যের বোকারো জেলার জারিদিহ বাজার থানার ঘনশ্যাম প্রসাদের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন দর্শনা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এসআই আতিকুর রহমান।


তিনি জানান, ২০১৯ সালে রাজশাহী সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার কারণে বিজিবি তাকে আটক করে থানায় সোপর্দ করেন। পুলিশ মামলা দায়ের করে আদালতে পাঠালে বিজ্ঞ আদালত অভিষেক কুমারকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।


রাজশাহী জেলা কারাগারে সাজা ভোগ শেষে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) পতাকা বৈঠকের পর তাকে আজ ভারতে ফেরত পাঠানো হয়েছে।


এ সময় আরও উপস্থিত ছিলেন, দর্শনা আইসিপি বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার এনামুল কবির ও বিএসএফ কমান্ডার ভিটাসি, অভিষেক কুমারের মা পুস্পা দেবি ও তার পরিবারের লোকজন।


বিবার্তা/আসিম/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com