
প্রাথমিকের গণ্ডি পেরুতে পারেনি অথচ নিজেকে দেশের স্বনামধন্য পত্রিকা ও টেলিভিশনের সাংবাদিক বলে পরিচয় দিতেন। এমন এক প্রতারককে গ্রেফতার করেছে রাজবাড়ী পুলিশ। গ্রেফতারকৃত প্রতারক মো. নাজমুল হাসান মিন্টু (২৪)। সে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের রসূলপুর গ্রামের মোহাম্মদ আলী ভূঁইয়ার ছেলে।
১৪ মার্চ, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী শহরের আনসার ক্যাম্প মোড় থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান বলেন, নাজমুল হাসান মিন্টু পঞ্চম শ্রেণিতে উঠে আর পড়ালেখা করেনি। সে সময় টেলিভিশনের লোগো ব্যবহার করে রাজবাড়ী প্রতিনিধি আশিকুর রহমানের নামে ভুয়া পরিচয়পত্র বানিয়ে এ পরিচয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, প্রতারণা ও চাকরি দেয়ার কথা বলে গ্রামের নারীদের কাছে থেকে টাকা হাতিয়ে নিচ্ছিল।
তিনি আরও জানান, ২০২৩ সালের ৯ সেপ্টেম্বর সে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের গাবলা গ্রামের কয়েকজন নারীকে ভালো বেতনে পত্রিকা অফিসে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় ১১ সেপ্টেম্বর বেবী বেগম নামে ভুক্তভোগী নারী তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। গত ৯ ফেব্রুয়ারি সে কালুখালী উপজেলার সোনাপুর মোড়ে বিহমিল্লাহ্ খাবার হোটেলে গিয়ে সময় টেলিভিশনের সাংবাদিক পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে ৩৫ প্যাকেট বিরিয়ানি হাতিয়ে নেয়। এ ঘটনায় ১০ ফেব্রুয়ারি কালুখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দোকান মালিক ইউনুস।
সম্প্রতি গত ১০ জানুয়ারি সে নিজেকে সময় টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি আশিকুর রহমান পরিচয় দিয়ে এক মাসের জন্য চার হাজার টাকা চুক্তিতে রাজবাড়ী শহরের খলিফাপট্টিতে হোটেল সমবায় আবাসিকে একটি রুম ভাড়া নেয়। হোটেলের ম্যানেজার রুমে ভাড়া চাইলে সে ঘুরাতে থাকে। এভাবে ১৫ দিন সে ওই হোটেলে অবস্থান করে। ২৬ জানুয়ারি সকালে সে হোটেল থেকে বের হওয়ার সময় ম্যানেজার জগদীশ চন্দ্র দাস তার কাছে ভাড়ার টাকা চাইলে সে ম্যানেজারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে সে ওই হোটেলে অবৈধ এবং ইসলাম বিরোধী কার্যকলাপ চলে বলে হুমকি দিয়ে ম্যানেজারের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দিলে সে পত্রিকা ও টেলিভিশনের মাধ্যমে মিথ্যা সংবাদ প্রকাশ ও প্রচার করে আবাসিক হোটেলের ব্যবসায়ী মানসম্মান ক্ষুণ্ন করবে বলে হুমকি দিয়ে চলে যায়। এরপর গত ১১ মার্চ দুপুরে সে আবারও ওই হোটেলে গিয়ে ম্যানেজারের কাছে তার আগের দাবিকৃত ৫০ হাজার টাকা চায়। ম্যানেজার টাকা দিতে অস্বীকার করলে সে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে দাবিকৃত চাঁদার টাকা না দিলে ওই হোটেলের বিরুদ্ধে মিথ্যা নিউজ করে হোটেলের মানসম্মান ক্ষুণ্ন করবে বলে হুমকি দিয়ে চলে যায়।
এরপর হোটেলের ম্যানেজার নাজমুলের দেয়া ভিজিটিং কার্ড নিয়ে রাজবাড়ী প্রেসক্লাবে খোঁজ নিয়ে জানতে পারে, সে রাজবাড়ী প্রেসক্লাবের সদস্য নয় এবং সে সময় টেলিভিশনের সাংবাদিকও নয়। পরে ম্যানেজার বাদী হয়ে ১৩ মার্চ তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করলে ওইদিন রাতেই তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে সময় টেলিভিশনের ভুয়া পরিচয় পত্র ও ভিজিটিং কার্ডসহ অন্যান্য কাগজপত্র জব্দ করা হয়েছে।
সময় টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি আশিকুর রহমান বলেন, আমার নাম পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি ও প্রতারণা করার ঘটনা জানতে পেরে গত ১০ ফেব্রুয়ারি আমি রাজবাড়ী সদর থানায় জিডি করি। পরে ভুক্তভোগী হোটেল ম্যানেজার জগদীশ চন্দ্র প্রতারক নাজমুলের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]