
কুষ্টিয়ার কুমারখালীতে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় আমিরুল ইসলাম নান্নু (৫০) নামে একজন নিহত হয়েছেন।
বুধবার (১৩ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার যদুবয়রা ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। নিহত একই এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গ্রামের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে প্রতিপক্ষের লোকজনের মধ্যে
সংঘর্ষের ঘটনাও ঘটে। এরই জের ধরে বুধবার রাতে আমিরুল ইসলাম নান্নু মোটরসাইকেল যোগে নিজের চাষ করা মাছের
পুকুরে যাওয়ার সময় প্রতিপক্ষের লোকজন বিন্দিপাড়া বটতলা এলাকা থেকে তাকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। এরপর প্রতিপক্ষ
আকাল, হিলাল, বাবুসহ ৭-৮জন নান্নুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে চাঁদপুরচর মাঠের কলা বাগানে তার
লাশ ফেলে রাখে।
নিহত নান্নুর বোন রুজিয়া পারভিন অভিযোগ করে বলেন, দীঘি দেখতে যাওয়ার পথে মোটরসাইকেলের গতিরোধ করে প্রতিপক্ষের
লোকজন আমার ভাইকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে। যারা আমার ভাইকে হত্যা করেছে আমি তাদের সকলের ফাঁসি চাই।
হত্যার ঘটনায় কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম আকিব বলেন, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন আমিরুল ইসলাম
নান্নু নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিবার্তা/শরীফুল/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]