
ঝিনাইদহের মহেশপুরে ছেলের লাঠির আঘাতে মা শ্যামলী খাতুন (৪২) নিহত হয়েছে।
১৩ মার্চ, বুধবার সন্ধ্যায় উপজেলার স্বরুপপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শ্যামলী খাতুন কেশবপুর গ্রামের আনিচুর রহমানের স্ত্রী।
স্থানীয়রা জানান, নেশাগ্রস্ত ছেলে রতন তার মায়ের কাছে টাকা চাওয়াকে কেন্দ্র করে গালমন্দ করে আসছিল। বুধবার রতন তার মায়ের কাছে টাকা চায়। সে সময় তার মা টাকা দিতে অস্বীকার করলে রতন লাঠি দিয়ে তার মায়ের মাথায় আঘাত করে। এতে তার মা গুরতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের সদস্যরা তাকে জীবননগর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রাতেই অভিযান চালিয়ে মায়ের হত্যাকারী ঘাতক ছেলে রতনকে আটক করা হয়েছে। এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
বিবার্তা/রায়হান/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]