হরিণাকুণ্ডে ঝুঁকিপূর্ণ সীসা তৈরি কারখানায় অভিযান
প্রকাশ : ১৩ মার্চ ২০২৪, ২২:০৯
হরিণাকুণ্ডে ঝুঁকিপূর্ণ সীসা তৈরি কারখানায় অভিযান
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহের হরিণাকুণ্ডে অনুমোদনহীন একটি ব্যাটারি কারখানায় বর্জ্য উৎপাদনসহ প্রক্রিয়াকরণের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


১৩ মার্চ, বুধবার উপজেলার কাপাশহাটিয়া ইউনিয়নের চারাতলা বাজারে ব্যাটারি গলিয়ে সীসা তৈরির কারখানার মালিক ডালিম আহম্মেদকে এ জরিমানা করা হয়।


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপমা রায় অভিযানের নেতৃত্ব দেন।


তিনি বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ (সংশোধন) আইন ২০১০ এর ৬(গ) ধারা ভঙ্গে ১৫(১) ধারায় এই জরিমানা করা হয়েছে। সে সময় কারখানাটি সিলগালা করা হয়।


তিনি আরো জানান, পরিবেশ অধিদপ্তরের অনুমতি পত্র না পাওয়া পর্যন্ত কারখানাটির সকল কার্যক্রম বন্ধ থাকবে।


এ সময় ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. আশরাফ আলী, সহকারী কমিশনার (ভূমি) এর সার্টিফিকেট সহকারী মো. রাসেল আহম্মেদ, কাপাশহাটিয়া ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার সাইফুল ইসলামসহ হরিণাকুণ্ডু থানার পুলিশ অফিসার ও সদস্যরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/রায়হান/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com