
রাজবাড়ীর বালিয়াকান্দিতে শরিকানা সম্পত্তির উপর দিয়ে রাস্তা তৈরিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আহত দুই পক্ষের ৮ জন হসপিটালে ভর্তি।
১৩ মার্চ, বুধবার সকাল ১০ টার দিকে বালিয়াকান্দি উপজেলার নারুয়া বাকশা ডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে। পরে থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় আহতরা হলেন, মিঠু শেখ এর পক্ষের রবিউল ইসলাম (রবি), জহুরুল ইসলাম, শরিফুল ইসলাম, ফরিদ হোসেন। অন্যদিকে জাহিদ শেখ এর পক্ষের অহিদা বেগম, সালেক শেখ, অনিচ শেখ ও আলেয়া বেগম আহত হয়েছেন। তারা সবাই বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে উপজেলা চেয়ারম্যান নিজে থেকে ২ হাজার ২০০ মিটার মাটির নতুন রাস্তা করে। তবে মালিকানা সম্পত্তির উপর রাস্তা হওয়ায় বিপত্তি ঘটে।
১৩ মার্চ, বুধবার সকালে সেই রাস্তায় ইটের সলিং করতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
স্থানীয় ইউপি সদস্য ইয়াকুব শেখ বলেন, রাস্তায় ইট দেওয়াকে কেন্দ্র করে মো: মিঠু শেখ ও মো: জাহিদ শেখ গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। উভয় পক্ষের ইট ছুড়াছুড়িতে বেশ কয়েকজন আহত হয়। জাহিদ গ্রুপ মামলায় বাড়তি সুবিধা পেতে নিজেদের রান্না ঘরে নিজেরাই আগুন লাগিয়েছে।
মো: মিঠু শেখ বলেন, জাহিদ গ্রুপ দীর্ঘদিনের রাস্তা ঘুরিয়ে আমার ঘরের পাশ দিয়ে করতে চায়। তারা গায়ের জোর খাটিয়ে এই কজ করতে চায়। ওরা বিকাশ হ্যাকার, তাই টাকার জোর বেশি। আমাদের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করেছে। চারজন হাসপাতালে ভর্তি, এছাড়াও বেশ কয়েক জন আঘাত পেয়েছে।
মো: জাহিদ শেখ বলেন, আমরা বাড়ির ভেতর দিয়ে রাস্তা করতে নিষেধ করছি। পাশ দিয়ে আমরা ব্যক্তিগতভাবে রাস্তা করে দিছি। কিন্তু তারা তা মানতে চায় না। জোর করে আজ ইটের সলিং করতে শুরু করে। বাঁধা দিলে তারা আমাদের উপর হামলা করেছে। আমাদের ২টি রান্না ঘরে আগুন লাগিয়েছে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ ওসি মো: আলমগীর হোসেন বলেন, রাস্তা নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। আপাতত রাস্তার কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। এছাড়াও উভয় পক্ষের কয়েকজন সামান্য আহত আছে। এখনও কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]