কিশোরগঞ্জে প্রতিপক্ষের হামলায় ট্রলিচালক নিহত
প্রকাশ : ১৩ মার্চ ২০২৪, ১৭:১৬
কিশোরগঞ্জে প্রতিপক্ষের হামলায় ট্রলিচালক নিহত
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কিশোরগঞ্জের তাড়াইলে কবরস্থানের মাটি কাটার ঘটনাকে কেন্দ্র করে উজ্জ্বল মিয়া (৪০) নামে এক ট্রলিচালক নিহত হয়েছেন।


১৩ মার্চ, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দিগদাইড় ইউনিয়নের মুন্নাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলার তাড়াইল উপজেলার দিগদাইড় ইউনিয়নের মুন্নাপাড়া এলাকায় কবরস্থানের মাটি কাটার ঘটনাকে কেন্দ্র করে ট্রলিচালক মো. উজ্জ্বল মিয়া ও প্রতিবেশী আকরাম মিয়ার কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে আকরাম মিয়া ট্রলি চালক উজ্জ্বল মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে বুকে আঘাত করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উজ্জ্বলকে উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com