গাজীপুরে পুলিশের সোর্সের হাতের কব্জি বিচ্ছিন্ন, গ্রেফতার ৪
প্রকাশ : ১২ মার্চ ২০২৪, ১৭:২৬
গাজীপুরে পুলিশের সোর্সের হাতের কব্জি বিচ্ছিন্ন, গ্রেফতার ৪
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া পেয়ারা বাগান এলাকায় মাসুদ রানা নামে গাজীপুরে ‘পুলিশের সোর্সকে’ কুপিয়ে হাতের কব্জি বিচ্ছিন্ন করার ঘটনায় জড়িত থাকার দায়ে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।


১২ মার্চ, মঙ্গলবার দুপুরে গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে উপকমিশনার আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমান এসব তথ্য জানান।


গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন-রংপুরের পীরগঞ্জের বড় রসুল গ্রামের সুমন মিয়া (৩৪), একই জেলার মাহামুদপুর গ্রামের সোহেল রানা (২৫), মাদারীপুর জেলার কালকিনী থানার গোপালপুর গ্রামের আসাদ বেপারী ওরফে আসলাম (৩৪) ও গাজীপুর সিটি করপোরেশনের চান্দপাড়া (হক মার্কেট) এলাকার মো.ফজলু ওরফে তোতলা ফজলু (৩২)।


পুলিশ কর্মকর্তা বলেন, গত ৯ মার্চ ভোরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে পুলিশ জানতে পারে, পেয়ারা বাগান এলাকায় স্থানীয় ভিএন্ড আর গার্মেন্টসের গলিতে মনিরের টিনশেড বাড়ির পেছনে ড্রেনের ওপর একজন ব্যক্তিকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করা হয়েছে ।


পুলিশ ঘটনাস্থল থেকে ভিকটিম মো. মাসুদ রানাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় ভিকটিমের ভাই রাজিব মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করে সোমবার দুপুরে রংপুর থেকে সুমন মিয়া , আসলাম, ফজলু ওরফে তোতলা ফজলু এবং গাজীপুর থেকে সোহেল রানাকে গ্রেফতার করেছে।


পুলিশের জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, পরোয়ানা মূলে আসামি সুমন মিয়া এবং আসলামকে বাসন থানা পুলিশ গ্রেফতারের জন্য ভিকটিম মাসুদ রানা সহায়তা করে। এর জের ধরে সোহেল রানার মাধ্যমে ভিকটিম মাসুদ রানাকে বাসন থানার ভোগড়া পেয়ারাবাগান এলাকায় ডেকে নেয়া হয়। এক পর্যায়ে অভিযুক্তরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে মাথার বাম পাশ, দুই পা এবং বাম হাতের কাজি বিচ্ছিন্ন করে ফেলে রেখে যায়। পরে আসামি সুমন মিয়ার স্বীকারোক্তিমতে ড্রেনের ভেতর থেকে ঘটনার ব্যবহৃত দুটি ধারালো দা উদ্ধার করা হয়।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com