স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় সংঘর্ষ, উত্যক্তকারীর ভাই নিহত
প্রকাশ : ১২ মার্চ ২০২৪, ১৬:১০
স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় সংঘর্ষ, উত্যক্তকারীর ভাই নিহত
ভোলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভোলার দৌলতখানে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে উত্যক্তকারীর ভাই মো. আসিফ হোসেন (১৮) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।


১১ মার্চ, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দৌলতখান উপজেলার কদমতলার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত আসিফ ভোলার দৌলতখান উপজেলার চর খলিফা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মো. বাবুল মিয়ার ছেলে। সে স্থানীয় এক কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।


এতে আরও ৫ জন আহত হয়েছে। আহতরা হলেন- মো. রাসেল, দুলাল, মিরাজ, আমজাদ ও বাবুল।


এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে ৭ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।


পুলিশ মামলায় প্রধান আসামি কবির হোসেনসহ ৪ জনকে গ্রেফতার করেছে।


গ্রেফতারকৃতরা হলেন- কবির হোসেন (২২) তার বাবা ছালেম (৫৫), মা ফিরোজা (৫০) এবং সাকিব (২২)।


পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, উপজেলার চরখলিফা ইউনিয়নের দলিল উদ্দিন খায়ের হাটের পশ্চিম পাশের কদমতলা নামক স্থানে নুরু মিয়ার দোকানের পার্শ্ববর্তী এলাকার ছালেম মিয়ার মেয়ে উপজেলার খাদিজা খানম মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থী সুবর্ণা আক্তার (১৬) বিকালে ঝাল মুড়ি খেতে দোকানে যায়। এসময় নিহত আসিফের ভাই আমজাদ ওই নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করেছে এমন অভিযোগে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার কিছুক্ষণ পর সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে সুবর্ণার ভাই কবির, আহাদ, শামীমসহ ৮/১০ জন মিলে প্রতিপক্ষ আসিফ, রাসেল ও আমজাদের (উত্যক্তকারী) ওপর অতর্কিত হামলা চালায় এবং তাদেরকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।


পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দৌলতখান হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক আসিফের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ভোলা সদর হাসপাতালে রেফার করেন। ভোলা সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


দৌলতখান থানার পুলিশ পরিদর্শক মো. এশাদুল হক ভুঁইয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার প্রধান আসামিসহ ৪ জনকে আটক করা হয়েছে। বাদীদের আটকের চেষ্টা চলছে।


বিবার্তা/শাহীন/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com