
যাত্রাবাড়ীতে ছাদ থেকে লাফিয়ে পড়ে তোফা ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
১২ মার্চ, মঙ্গলবার ভোররাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, তোফা ইসলাম ডেমরার শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। তার বাবা শরিফুল ইসলাম এবং মা স্কুলশিক্ষিকা সালমা পারভীন।
তোহা ছিল তাদের একমাত্র সন্তান। তারা যাত্রাবাড়ীর কোনাপাড়া পারাডগাইর এলাকায় থাকতেন।
পরিবারের দাবি, করোনার আক্রান্ত হওয়ার পর সুস্থ হলেও পরে তার মানসিক সমস্যা তৈরি হয়। গতকাল সোমবার (১১ মার্চ) দিবাগত রাতে সবার অগোচরে ভবনের পঞ্চম তলার ছাদে গিয়ে লাফিয়ে পড়ে।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। এরপর আজ মঙ্গলবার (১২ মার্চ) ভোররাত সাড়ে ৩টায় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, তার পরিবার জানিয়েছেন, করোনার পর থেকে মেয়েটির মানসিক সমস্যা ছিল। ডাক্তারও দেখানো হয়েছিল।
সে বাসায় প্রায় সময় চেঁচামেচি করত। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মৃতদেহটি ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]