
ঝিনাইদহে অস্ত্র মামলায় ১৮ বছরের সাজাপ্রাপ্ত সবুজ বিশ্বাস (৪২) নামের এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৬।
১১ মার্চ, সোমবার বিকালে তাকে কালীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।
আটককৃত সবুজ বিশ্বাস (৪২) ঝিনাইদহ শহরের পাগলা কানাই মাস্টার পাড়ার মাহতাব উদ্দিনের ছেলে।
র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর নাইম আহমেদ জানান, গ্রেফতারকৃত আসামি ঝিনাইদহের কালিগঞ্জ থানার এসটিসি ৩১/১৫, জিআর নং- ৩৪১/১৪, এবং জিআর নং- ৩৪১/১৪ (ক) ধারার ১৮ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে, সে ঝিনাইদহের কালিগঞ্জের বাস টার্মিনাল এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পরে অস্ত্র মামলার ১৮ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সবুজকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, গ্রেফতারকৃত আসামিকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/রায়হান/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]