উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ ৫ রোহিঙ্গা গ্রেফতার
প্রকাশ : ১১ মার্চ ২০২৪, ২১:২৫
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ ৫ রোহিঙ্গা গ্রেফতার
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ যৌথ অভিযান চালিয়ে দুটি ওয়ান শুটারগান ও গুলিসহ পাঁচ রোহিঙ্গাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রবিবার (১০ মার্চ) রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে দুটি ক্যাম্প থেকে তাদের গ্রেফতার করা হয়।


১১ মার্চ, সোমবার দুপুরে আমর্ড পুলিশ ব্যাটেলিয়নের (এপিবিএন) পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।


গ্রেফতারকৃতরা হলেন বর্ধিত ক্যাম্প-৪ এর আবুল বাছেরের ছেলে মোহাম্মদ সালাম, বি-১ ব্লকের আমির হোসেনের ছেলে জিয়াউর রহমান, ক্যাম্প-৮ ওয়েস্ট আই-১৩ ব্লকের মোহাম্মদ ওলা মিয়ার ছেলে হাশিম উল্লাহ ওরফে মাস্টার হাশিম, এ-২৯ ব্লকের জাফর উল্লাহর ছেলে রহিম উল্লাহ এবং ক্যাম্প-৪ এর এ-১১ ব্লকের মৃত মো. রশিদের ছেলে আতাউল্লাহ।


অভিযানের সত্যতা নিশ্চিত করেন ১৪ আর্মড পুলিশ ব্যাটেলিয়নের (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল জানান, রবিবার রাতে ক্যাম্প-৮ ওয়েস্ট ও ক্যাম্প-১৭ এলাকায় বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় ২টি ওয়ান শুটারগান, এক রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ ও ২ রাউন্ড তাজা গুলিসহ দুজন এবং ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়।


১৪ এপিবিএন, জেলা পুলিশ, বিজিবি, র‌্যাব, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শতাধিক সদস্য এই বিশেষ অভিযানে অংশ নেন।


অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল আরো জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ চলমান। ক্যাম্পে অস্থিরতা তৈরির পরিকল্পনা করছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। ব্যাপক জিজ্ঞাসাবাদের মাধ্যমে পরবর্তী তথ্য জানানো যাবে বলে জানান তিনি।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com