
কুষ্টিয়ার দৌলতপুরে র্যাবের অভিযানে মাদক মামলার পলাতক আসামি জীবন ইসলাম ওরফে জীম (২৩) গ্রেফতার হয়েছে।
রবিবার (১০ মার্চ) রাত সাড়ে ৮টায় উপজেলার আল্লারদর্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সে আল্লারদর্গা চামনাই গ্রামের মো. জিয়ারুল ইসলামের ছেলে।
র্যাব সূত্র জানায়, গত ২৪ ফেব্রুয়ারি সোমবার সকালে র্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক দল মিরপুর উপজেলার কাতলামারী ব্রিজের দক্ষিণপাশে অস্থায়ী চেকপোষ্টে একটি ড্রাম ট্রাককে সিগন্যাল দিলে ট্রাকের চালক ড্রাম ট্রাক ফেলে পালিয়ে যায়। পরে ট্রাকে তল্লাশি করে সিটের মধ্যে রক্ষিত ১১৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং জব্দ করা হয় ড্রাম ট্রাকটি।
এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মিরপুর থানায় মামলা দায়ের করা হয়। এরই সূত্র ধরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক দল পলাতক আসামি জীবন ইসলাম ওরফে জীমকে গ্রেফতার করে। পরে তাকে মিরপুর থানায় সোপর্দ করা হয়।
বিবার্তা/শরীফুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]