
রমজানের পবিত্রতা রক্ষায় শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভা ও বিডি ক্লিন মোরলগঞ্জ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন পরিচ্ছন্নতা অভিযানে নেমেছে।
১১ মার্চ, সোমবার বিকালে পৌর শহরের কাপুরিয়া পট্টি থেকে এই অভিযান শুরু হয়।
‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’ এই স্লোগানকে সামনে রেখে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শংঙ্কর কুমার রায় ও বিডি ক্লিন মোরেলগঞ্জের কর্মীরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়।
এ সময় অফিস পাড়া, আবাসিক এলাকা, ব্যবসায়ী ও নাগরিকদের সচেতন করতে ‘আবর্জনা সংগ্রহ অপসারণে পৌরসভার সহায়তা নিন, নির্দিষ্ট স্থানে বা ডাস্টবিনে ময়লা আবর্জনা ফেলুন’, ‘এই শহর আপনার, তাই পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আপনার’ এমন স্লোগান দেয় পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণকারিরা।
শহর পরিচ্ছন্ন রাখতে এবং নাগরিকদের সচেতন করতে এমন উদ্যোগ অব্যাহত রাখা দরকার বলে মনে করছেন ব্যবসায়ী ও সচেতন নাগরিকেরা।
বিবার্তা/রাজু/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]