
মণিরামপুরে ট্রাকচাপায় ৫ বছরের শিশু নিহত হয়েছে।
১০ মার্চ, রবিবার দুপুরে যশোর-চুকনগর সড়কের ফকির রাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাবিহা গোবিন্দপুর গ্রামের মৃত সেলিম হোসেনের মেয়ে। সে ফকির রাস্তা উলামানগর কওমি মাদরাসার শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ঘটনায় গাড়িসহ চালককে আটক করে স্থানীয়রা। চালক মনির হোসেন খুলনার খালিশপুরের কাশিপুর এলাকার আব্দুস সালামের ছেলে। চালকসহ ট্রাক থানা হেফাজতে আছে।
মাদরাসার অধ্যক্ষ কামরুজ্জামান কাসেমী জানান, সাবিহা তার দাদি সেলিনা বেগমের কাছে থেকে আমাদের মাদরাসার শিশু শ্রেণিতে পড়তো। বাড়ি দূরে হওয়ায় মাদরাসার ভ্যানে করে সে আসা-যাওয়া করত। আজ রবিবার দুপুরে ছুটির পর ভ্যানে না উঠে সাবিহা হেঁটে রাস্তা পার হচ্ছিল। এ সময় কেশবপুর থেকে ছেড়ে আসা একটি তেলের ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সাবিহার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে মনিরামপুর থানার ওসি মেহেদী মাসুদ জানান, চালকসহ ট্রাকটিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]