
টাঙ্গাইলে আলাউদ্দিন টেক্সটাইল মিল (এটিএম) লুঙ্গির মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণ আনতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে। পরে ৪৫ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।
১০ মার্চ, রবিবার দুপুরে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার বাণিজ্যিক এলাকা করটিয়া ইউনিয়নের ক্ষুদিরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে আলাউদ্দিন টেক্সটাইল মিলের ম্যানেজার মো. আলম মিয়া জানান, ভয়াবহ এ অগ্নিকাণ্ডে প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভূইয়া জানান, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটকে খবর দিয়ে আনা হয়। তবে তিনটি ইউনিট কাজ করেই ৪৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। কি কারণে আগুন লেগেছে তা তাৎক্ষণিক জানা যায়নি।
তিনি আরও বলেন, জায়গাটা রিসাইকেলিং সেন্টার। এখানে জুট থেকে তুলা তৈরি করা হয়। তাই অনেকটাই আগুন ছড়িয়ে যাবার সম্ভাবনা ছিল। সেকারণেই পাঁচটি ইউনিট স্পটে আনা হয়েছিল।
বিবার্তা/ইমরুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]