
নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ও জয়পুর ইউনিয়নের পৃথক দুটি বাড়িতে আগুনে পুড়ে ৫টি গরু, ৪টি ছাগলসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় দুটি পরিবারের প্রায় ১২/১৫ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে পরিবার দাবি করেছে।
লোহাগড়া ফায়ার সার্ভিস সূত্রে ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (৯ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামের কৃষক আকিজ খানের গোয়াল ঘরে আগুন লাগে। আগুন লাগার ঘটনা জানান পর বাড়ির মালিকসহ স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবং লোহাগড়া ফায়ার সার্ভিস স্টেশনে সংবাদ দেয়।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই গোয়াল ঘরে থাকা চারটি গরুসহ গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে যায়। আকিজ খান দাবি করে বলেন আগুনে পুড়ে তার প্রায় দশ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এদিকে শনিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জয়পুর ইউনিয়নের মরিচ পাশা গ্রামের ভ্যান চালক ইসহাক সরদারের গোয়াল ঘরে আগুন লেগে তিনটি ঘর, ১টি গরু ও চারটি ছাগলসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে।
ইসহাক সরদার জানান, রাতে মশার উপদ্রব থেকে গরুকে বাঁচানোর জন্য গোয়ালঘরে মশার কয়েল জ্বালিয়ে রাখি।
রাতে হঠাৎ করে গরুর ডাক শুনে আমি বেরিয়ে এসে দেখি গোয়ালঘরে আগুন জ্বলছে। আমার চিৎকার ও মসজিদে মাইকিং করায় গ্রামের লোকজন ছুটে এসে ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরই মধ্যে গোয়ালে থাকা একটি গরু, চারটি ছাগলও তিনটি ঘরসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে। আগুনে পুড়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
লোহাগড়া ফায়ায়ের স্টেশন কর্মকর্তা সোহাগুজ্জামান বলেন, এতে আনুমানিক দুটি পরিবারের ১০/১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। গোয়াল ঘরে রাখা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
বিবার্তা/শরিফুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]