
পিরোজপুরের কাউখালীর ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের উপ-নির্বাচনে ইউপি সদস্য পদে বেসরকারিভাবে জয়লাভ করেছেন আলকাজ উদ্দিন ।
৯ মার্চ, শনিবার সকাল ৮টায় দক্ষিণ বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে এ ভোট শুরু হয়ে চলে একটানা বিকেল ৪ টা পর্যন্ত।
ভোটের ফলাফলে ৩৬৪ ভোট পেয়ে আলকাজ উদ্দিন (ফুটবল) বেসরকারিভাবে ইউপি সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো, রুহুল আমীন (তালা) পেয়েছেন ৩৪৪ ভোট ও অপর প্রার্থী কামরুল পেয়েছেন ১৫২, জিয়াদ খান পেয়েছেন ১৯৪ ভোট।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহসিন কবির ফলাফল নিশ্চিত করে জানান, অত্যন্ত সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
বিবার্তা/রবিন/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]