
রাজবাড়ীর পাংশা উপজেলায় পদ্মার চরে থেকে অজ্ঞাত এক নারীর (৪২) লাশ উদ্ধার করেছে পুলিশ।
৯ মার্চ, শনিবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে পাংশার বাহাদুরপুর পদ্মা নদীর চর থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বিকাল ৫টার দিকে স্থানীয়রা ফোনে খবর দেন পদ্মার চরে একটি লাশ পড়ে আছে। খবর পেয়ে পাংশা থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি স্বপন কুমার মজুমদার বলেন, অর্ধগলিত একটি লাশ পদ্মার চরে পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় জানায়। লাশের দেহের দুইটি অংশ দুইদিকে পরে আছে। পোশাক দেখে মনে হচ্ছে নারীর লাশ। স্থানীয়রা বলছে লাশটি পাবনার সুজানগর থেকে পদ্মার জলে ভেসে এসেছে। আমরা পাবনা পুলিশের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি।
বিবার্তা/মিঠুন/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]