
মুন্সীগঞ্জ পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন চৌধুরী ফাহরিয়া আফরিন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে ২১ হাজার ৩৮৪ ভোট বেশি পেয়েছেন। চৌধুরী ফাহরিয়া আফরিন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লবের স্ত্রী।
৯ মার্চ, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুন্সীগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার বশির আহমেদ এই ফলাফল ঘোষণা করেন।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে ‘জগ’ প্রতীক নিয়ে চৌধুরী ফাহরিয়া আফরিন পেয়েছেন ২১ হাজার ৯৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘নারিকেল গাছ’ প্রতীকের এস এম মাহতাব উদ্দিন কল্লোল পেয়েছেন ৬১০ ভোট।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মুন্সীগঞ্জ পৌরসভার মেয়রের পদ থেকে পদত্যাগ করেন মুন্সীগঞ্জ-৩ আসনের বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লব। এরপর এই পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। আজ মেয়র পদে মুন্সীগঞ্জ পৌরসভায় উপনির্বাচন অনুষ্ঠিত হল।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]