
'সংগঠকের গুণগতমান বৃদ্ধি করি, তরুণদের যুক্ত করি সংগঠনের স্থায়িত্ব নিশ্চিত করি' এ আহ্বানকে সামনে রেখে ৯ মার্চ, শনিবার কাউখালী উপজেলা পরিষদ চত্বরে মহিলা পরিষদের কাউখালী সাংগঠনিক শাখার ৭ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় সংগঠন উপ-পরিষদ সম্পাদক উম্মে সালমা বেগম।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষক রিনা আহমেদ, সাবেক ইউপি চেয়ারম্যান কমরেড কৃষ্ণ লাল গুহ, অ্যাডভোকেট কমল কৃষ্ণ মুখার্জী, অ্যাডভোকেট হীরালাল কুন্ডু, কেন্দ্রীয় কমিটির সদস্য মিরা চৌধুরী, পুষ্প চক্রবর্তী প্রমুখ।
এসময় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন মহিলা পরিষদের কেন্দ্রীয় সংগঠন উপ-পরিষদ সম্পাদক উম্মে সালমা বেগম। এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
সম্মেলনে সুনন্দা সমাদ্দারকে সভাপতি ও সাহিদা হককে সাধারণ সম্পাদক এবং ছায়া সমাদ্দারকে সাংগঠনিক সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট সাংগঠনিক কমিটি গঠন করা হয়।
বিবার্তা/রবিন/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]