ময়মনসিংহে টিটু, কুমিল্লায় সূচনা বিজয়ের পথে
প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ১৮:০৫
ময়মনসিংহে টিটু, কুমিল্লায় সূচনা বিজয়ের পথে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহ সিটি কর্পোরেশনেনির্বাচনে বিজয়ের পথে এগোচ্ছেন ঘড়ি প্রতীকের প্রার্থী ও সাবেক মেয়র ইকরামুল হক টিটু। এদিকে কুমিল্লা সিটি কর্পোরেশনে (কুসিক) মেয়র পদে উপনির্বাচনে বাস প্রতীকের প্রার্থী ডা. তাহসিন বাহার সূচনা এগিয়ে আছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের থেকে।


৯ মার্চ, শনিবার সকাল ৮টা থেকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনে ও কুমিল্লা সিটি কর্পোরেশনে ভোটগ্রহণ শরু হয়।


ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) ভোটগণনা শেষে নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে একে একে কেন্দ্রের ফলাফল ঘোষণা করছেন রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা। এতে দেখা গেছে, বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে আছেন টিটু। তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেননি কোনো প্রার্থী।


১২৮টি কেন্দ্রের মধ্যে এ পর্যন্ত ১৬টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এ ফলাফলে ঘড়ি প্রতীকে ইকরামুল হক টিটু পেয়েছেন ১১ হাজার ৯০৩ ভোট। এছাড়া হাতি প্রতীকের প্রার্থী সাদেকুল হক খান মিল্কী টজু পেয়েছেন ৩ হাজার ৩৭৫ ও ঘোড়া প্রতীকের প্রার্থী এহতেশামুল আলম পেয়েছেন পেয়েছেন ৭৪১ ভোট।


কুমিল্লা সিটি কর্পোরেশনে (কুসিক) মেয়র পদে উপনির্বাচনে ১০৫টি কেন্দ্রের মধ্যে ৯০টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। কেন্দ্রগুলোতে বাস প্রতীকের প্রার্থী ডা. তাহসিন বাহার সূচনা এগিয়ে আছেন।


সন্ধ্যা ৬টার দিকে কুমিল্লা জিলা স্কুল অডিটোরিয়ামে ৯০টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন।


ঘোষিত ফলাফলে জানা গেছে, বাস প্রতীকের প্রার্থী ডা. তাহসিন বাহার সূচনা পেয়েছেন ৩৯ হাজার ৭৩২ ভোট, টেবিল ঘড়ি প্রতীকের মনিরুল হক সাক্কু পেয়েছেন ২২ হাজার ৫৭৬ ভোট, ঘোড়া প্রতীকের নিজাম উদ্দীন কায়সার ১০ হাজার ৯৬৩ ভোট এবং হাতি প্রতীকের নূর উর রহমান মাহমুদ তানিম পেয়েছেন ৪ হাজার ৩৯৫ ভোট।


জানা গেছে, কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন। তাদের মধ্যে সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের মেয়ে ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনা বাস প্রতীকে, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর উর রহমান মাহমুদ তানিম হাতী প্রতীকে, সাবেক দুইবারের মেয়র বিএনপির বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্কু টেবিল ঘড়ি প্রতীকে এবং বিএনপির আরেক বহিষ্কৃত নেতা নিজাম উদ্দিন কায়সার ঘোড়া প্রতীকে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করছেন।


কুমিল্লা সিটিতে মোট ভোটার ২ লাখ ৪২ হাজার ৪৫৮ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ২৪ হাজার ২৭৮, পুরুষ ভোটার ১ লাখ ১৮ হাজার ১৮২ জন এবং ২ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। সিটির ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে এসব ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com