পাংশা পৌরসভায় উৎসবমুখর পরিবেশে ইভিএম মেশিনে ভোট গ্রহণ
প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ১৫:৪৪
পাংশা পৌরসভায় উৎসবমুখর পরিবেশে ইভিএম মেশিনে ভোট গ্রহণ
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

উৎসবমুখর পরিবেশে প্রথমবারের মতো ইলেকট্রনিক্স ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিচ্ছে রাজবাড়ীর পাংশা পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দারা। এই ওয়ার্ডের সাবেক কাউন্সিলরের মৃত্যুর কারণে চলছে উপ নির্বাচনের ভোট গ্রহণ।


৯ মার্চ, শনিবার পাংশা পৌরসভা ভোটকেন্দ্রে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায় ইভিএমে ভোট দেওয়ার বিষয়ে তাদের অনুভূতি।


ভোটাররা জানান, আগের থেকে ইলেকট্রনিক্স ভোটিং মেশিনে (ইভিএম) ভোটের বিষয়ে শুনেছিলাম। আজ ভোট দিতে এসে দেখি ইলেকট্রনিক্স ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ চলছে। প্রথমে কঠিন মনে হলেও ভোট দিতে এসে দেখি, ইভিএমে ভোট দেওয়া সহজ।তবে কিছুটা সময় বেশি লেগেছে।


অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক কালুখালী শাখা এনামুল হক বলেন, ইভিএম মেশিনে ভোট দেওয়া অনেক সহজ। তবে কিছুটা সময় বিলম্ব হচ্ছে। মানুষ প্রথম বারের মতো ইভিএমে ভোট দিচ্ছে। তবে অভ্যস্ত হয়ে গেলে সবার কাছেই ভালো লাগবে।


পাংশা শহরের হোটেল ব্যবসায়ী তারাপদ বিশ্বাস বলেন, ইভিএমে ভোট কিছুটা কষ্টকর হলেও ভোট দিতে পেরেছি।আমার সামনে অনেকেরী ফিংগারে কাজ না করায় ভোট দিতে পারে নাই।অনেকেই একাধিক বার চেষ্টা করে ভোট দিছে।


পিজাইডিং অফিসার মো. মোতালেব আলী বলেন, সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে ভোট গ্রহণ চলছে।ভোটার উপস্থিতি ভালো। প্রথম বারের মতো ইলেকট্রনিক্স ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হওয়ায় প্রতিটি বুথে একটি করে ড্যামি ইভিএম মেশিন রাখা হয়েছে। সেখানে ভোটারদের দেখানো হচ্ছে। তারপর ভোটাররা নিজের ভোট নিজেই দিয়ে যাচ্ছে।


তিনি আরও জানান, এই ওয়ার্ডের সাবেক কাউন্সিলরের মৃত্যুর কারণে উপ-নির্বাচনের ভোট গ্রহণ চলছে। মোট তিন জন কাউন্সিল পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।


ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে রয়েছেন। ওয়ার্ড টিতে মোট ভোটার ৩ হাজার ৬১০ জন। এর মধ্যে রয়েছেন পুরুষ ভোটার ১ হাজার ৭৭৬ জন ও নারী ভোটার ১ হাজার ৮৩৪ জন।


বিবার্তা/মিঠুন/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com