
মানিকগঞ্জের সিংগাইরে এক রাতে দুটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৮ মার্চ) দিবাগত রাত ২টার দিকে উপজেলার সায়েস্তা ইউনিয়নের টান গোপালনগর এলাকায় ১টি বসতবাড়ি ও ধল্লা ইউনিয়নের ধল্লা বাজার এলাকায় ৪টি দোকান পুড়ে প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।
৯ মার্চ, শনিবার সকালে উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ ইসতিয়াক আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্তরা হলেন- টান গোপালনগর গ্রামের নব মন্ডল, ধল্লা বাজারের গাফফার টেলিকম, আবুল বাশার স্টোর, জাফরিন ফার্মেসি ও শুভেচ্ছা মটরস্।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত শেষ রাতে উপজেলার টান গোপালনগর এলাকার নব মণ্ডলের বাড়ির রান্না ঘর থেকে হঠাৎ আগুন লাগে। বাড়ির লোকজন টের পেয়ে আগুন বলে ডাকচিৎকার শুরু করলে আশেপাশের লোকজন ছুটে আসেন। এসময় তারা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস টিম খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণ আনেন।
একই সময় উপজেলার ধল্লাবাজারের ৪টি দোকানে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে গিয়ে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হলেও ততক্ষণ সব পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ ইসতিয়াক আহমেদ জানান, একই রাতে দু’স্থানে আগুনের ঘটনায় প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলেও জানান তিনি।
বিবার্তা/হাবিবুর/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]