
সিরাজগঞ্জ জেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যানে পদে ভোটগ্রহণ চলছে।
শনিবার (৯ মার্চ) সকাল ৯টা থেকে জেলার ৯টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচনকে ঘিরে কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, জেলার ৯টি ভোটকেন্দ্রের ১৮টি বুথে ইভিএমে (ইলেক্ট্রিক ভোটিং মেশিন) ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি কেন্দ্রে একজন করে ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করছে।
এ উপ-নির্বাচনে ৬ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দের পর দুজন সরে দাঁড়ান। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, শামীম তালুকদার লাবু (জীপগাড়ি), মুহা: শওকত আলী সেলিম (উড়োজাহাজ), মকবুল হোসেন মুকুল (ঘোড়া) ও আব্দুর রহমান (চশমা)।
সিরাজগঞ্জ জেলা পরিষদ উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মো. শহিদুল ইসলাম বলেন, জেলার ৯টি ভোটকেন্দ্রের ১৮টি বুথে ১১৯৬ জনপ্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে পুলিশ, গোয়েন্দা পুলিশ ও আনসার বাহিনীর ৪৮২ জন সদস্য নিয়োজিত রয়েছে। প্রতিটি কেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ৫০ জনেরও বেশি সদস্য মোতায়েন রয়েছে। এছাড়াও প্রতি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]