চট্টগ্রামে কনসার্টে পুলিশের গাড়ি ভাঙচুর-সংঘর্ষ, আহত ১৩
প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ০০:৫৮
চট্টগ্রামে কনসার্টে পুলিশের গাড়ি ভাঙচুর-সংঘর্ষ, আহত ১৩
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামে ক্যাটেল ফারমার্স অ্যাসোসিয়েশন আয়োজিত কনসার্টে আগত দর্শনার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটেছে। এতে অন্তত ১৩ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড টিয়ারশেল ছুঁড়েছে পুলিশ।


৮ মার্চ, শুক্রবার রাত ১০টার দিকে হালিশহরের আবাহনী মাঠে এ ঘটনা ঘটে।


বৃহস্পতিবার ওই মাঠে ক্যাটেল এক্সপো শুরু হয়। আজ দ্বিতীয় দিনে আয়োজিত কনসার্টে ‘দি অ্যাশেজ’-এর পারফার্ম করার কথা ছিল।


চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার নিহাদ আদনান তাইয়ান বলেন, ধারণ ক্ষমতার চেয়ে বেশি দর্শক হয়ে যাওয়ায় একটু বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে তিনজন পুলিশ সদস্য সামান্য আহত হয়েছে। পুলিশের একটা গাড়িও ভাঙচুর করা হয়েছে।


কনসার্টে যাওয়া সাকিব নামে একজন বলেন, কনসার্টে সাধারণত যেমন হয় তেমনই ছিল পরিস্থিতি। এক পর্যায়ে পেছন থেকে পুলিশ ফাঁকা ফায়ার দিলে হুড়োহুড়ি শুরু হয়। ওই সময় দর্শকদের মধ্য থেকে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়লে পুলিশ টিয়ারশেল মারে। প্রচণ্ড ভিড় ছিল। রীতিমতো জান নিয়ে পালিয়েছি। আমি অন্তত ১০ জনকে আহত হতে দেখেছি।


চট্টগ্রাম ক্যাটেল ফারমার্স অ্যাসোসিয়েশনের সভাপতি গ্রিন হার্ভেস্টের কর্ণধার বোরহানুল হাসান চৌধুরী বলেন, একটু বেশি দর্শক হয়ে যাওয়ায় বিশৃঙ্খলা হয়েছে। এই কারণে আমরা কনসার্ট বন্ধ করে দিয়েছি।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com