
ব্রাহ্মণবাড়িয়ায় একটি বিশেষ অভিযানে জুয়েল মিয়া (৩২) নামে এক কুখ্যাত ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।
৮ মার্চ, শুক্রবার ভোর রাতে শহরের উত্তর মৌড়াইল থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। জুয়েল মিয়া একই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।
থানা সূত্রে জানা যায়, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসেনের সার্বিক দিকনির্দেশনায় এসআই মো. আব্দুল মোত্তালেব সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার ভোররাতে উত্তর মৌড়াইল এলাকায় এক অভিযান পরিচালনা করেন। অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে পলাতক কুখ্যাত ছিনতাইকারী জুয়েল মিয়াকে গ্রেফতার করা হয়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত জুয়েলের বিরুদ্ধে একাধিক চুরি ও ছিনতাইয়ের মামলা রয়েছে। বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছি।
বিবার্তা/আকঞ্জি/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]