
ভোলার শশীভূষণে ৫৫৫ পিচ ইয়াবাসহ এক নারীসহ চার মাদক কারবারিকে আটক করা করেছে থানা পুলিশ।
শুক্রবার ( ৮ মার্চ) দুপুরে আসামিদের চরফ্যাশন আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাত সোয়া ১০ টার দিকে চরফ্যাশনের এওয়াজপুর ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মমতাজ বেগম (৩২), মো. শাহিন মাঝি (২১) মো. আহসান ফরাজী (২৪) ও মো. শরীফ চৌকিদার (২১)।
শশীভূষণ থানার ওসি ম. এনামুল হক বলেন, বৃহস্পতিবার রাত সোয়া ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এওয়াজপুর ইউনিয়নের মোহাম্মদ আলী মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ৫৫৫ পিচ ইয়াবাসহ তাদের আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী লিটন মিয়া কৌশলে পালিয়ে যায়।
শশীভূষণ থানার পুলিশ পরিদর্শক মো. জিল্লুর রহমান বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে।
বিবার্তা/শাহীন/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]