
চট্টগ্রামের কর্ণফুলীতে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে আন্দোলন করেছে টি কে গ্রুপের সিন্থেটিক সুতা উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান মডার্ন পলি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকরা।
৭ মার্চ, বৃহস্পতিবার রাত ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা মইজ্জ্যারটেক কারখানার গেটের সামনে শ্রমিকরা আন্দোলন করেন।
শ্রমিকরা জানান, গত জানুয়ারি মাস থেকে সকল কারখানায় সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো দেওয়ার ঘোষণা করা হয়েছে। সেটা দিচ্ছে না। এমনকি শ্রমিকদের বাৎসরিক বেতন বৃদ্ধি হয়। কিন্তু এই কারখানায় গত ৫ বছর ধরে কাউকে বেতন বৃদ্ধি করছে না। যার কারণে আগের বেতনেই সীমাবদ্ধ রেখেছে মালিকপক্ষ। তাই আমরা ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলনে নেমেছি।'
আন্দোলনকারী শ্রমিকরা আরও জানায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আগের বেতনে তাঁদের স্বাভাবিক জীবন পরিচালনা কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাই তাঁরা সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো শিগগিরই বাস্তবায়ন চান।
এ বিষয়ে সংশ্লিষ্ট এলাকা শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মোবারক হোসেন জানান, 'শ্রমিকদের বাৎসরিক বেতন বৃদ্ধি না করায়, তা বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন। মালিকপক্ষের সাথে কথা বলেছি। তাঁরা আগামী ১৭ তারিখের মধ্যে টাকা দিয়ে দেওয়ার কথা জানিয়েছেন শ্রমিকদের। শ্রমিকরা আপাতত আন্দোলন বন্ধ করে কাজে ফিরে গেছেন।'
এ প্রসঙ্গে মডার্ন পলি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জনসংযোগ কর্মকর্তাদের সাথে বার বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোন রিসিভ না করায় কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বিবার্তা/জাহেদ/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]