
মুন্সীগঞ্জের চর মুক্তারপুর এলাকায় প্লাস্টিকের ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
অগ্নিদগ্ধরা হলেন- ইকবাল(৩৫), মতিউর রহমান (৩৩), রাকিব (২৬), অপরজন অজ্ঞাত।
৭ মার্চ, বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে চর মুক্তারপুর এলাকার ক্রাউন সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন খোদা হাফেজ সড়ক এলাকার জে কে প্লাস্টিকের ফ্যাক্টরিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ফ্যাক্টরিতে থাকা ৪ জন দগ্ধ হন।
চর মুক্তারপুর গ্রামের প্রত্যক্ষদর্শী সাকিল বলেন, আমাদের এলাকার ক্রাউন সিমেন্ট ফ্যাক্টরির সামনের একটি প্লাস্টিকের ফ্যাক্টরিতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, রাত সাড়ে ৮টার পর মুন্সীগঞ্জের শেষ সীমানা চর মুক্তারপুরের খোদা হাফেজ-মুন্সীগঞ্জ সড়কে একতলা টিনশেডের জে কে প্লাস্টিকের ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে চারজন আহত হয়েছেন। ঘটনার পরপরই মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আশপাশে কোনো আবাসন না থাকায় বেশি দূর আগুন ছড়াতে পারেনি। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু ইউসুফ রাত পৌনে ১০টার দিকে গণমাধ্যমকে বলেন, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুনের উৎস সম্পর্কে এখনো জানা যায়নি। কয়জন আহত হয়েছেন তাও সুনির্দিষ্টভাবে বলতে পারছি না।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]