
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের কালিনগর সার্বজনীন শ্রী শ্রী হরি মন্দিরে সূক্ষ্ম সনাতন ধর্মের আলোকে ১৯তম মতুয়া মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
৫ ও ৬ মার্চ দুইদিন ব্যাপী শ্রী শ্রী হরিচাঁদ ও শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের স্মরণে এ মতুয়া মহা সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. দিলীপ কুমার রায়।
সম্মেলনের শুভ উদ্বোধন করেন শ্রীধাম ওড়াকান্দি বাংলাদেশ মতুয়া মহা সংঘের সভাপতি ও কাশিয়ানী উপজেলা পরিষদ চেয়ারম্যান মহা মতুয়াচার্য্য শ্রী সুব্রত ঠাকুর।
কালিনগর সার্বজনীন হরি মন্দির কমিটির সভাপতি বাবু প্রমথ বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন মুশা মিয়া, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, নগরকান্দার মেয়র নিমাই চন্দ্র সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, চতুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু, পৌর আ.লীগের সদস্য রাহাদুল আকতার তপন, মৎস্যজীবীলীগ নেতা আসাদুজ্জামান পরশ সিকদার, অধ্যক্ষ ডা. প্রণয় কান্তি লস্কর, রুপাপাত ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, ডা. সঞ্জীব দাস, ডা. চঞ্চল কুমার বিশ্বাস প্রমুখ।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মতুয়া সংঘের মহাসচিব মতুয়াচার্য্য সাগর সাধু ঠাকুর।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মতুয়া সংঘের সহ-সভাপতি অধ্যাপক শ্রী সুশীল কুমার মণ্ডল, রতন কুমার মিত্র, ব্রজেন্দ্রনাথ বিশ্বাস, মতুয়া মন্টু মণ্ডল, মতুয়া সুশান্ত বিশ্বাস, অশোক ঠাকুর প্রমুখ।
অধিবাস উদ্বোধক ছিলেন মতুয়াচার্য্য শ্রী জটাধর গোঁসাই। পূজারি মতুয়া অশ্বিনী বিশ্বাস।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিকাশ মণ্ডল, পরিমল বালা, বিমল মজুমদার, সঞ্চালনা করেন বোয়ালমারী সরকারি কলেজ ছাত্রছাত্রী সংসদের সাবেক জিএস রতন চন্দ্র বিশ্বাস, ডা. অজয় বৈরাগী, দীপক বিশ্বাস।
মতুয়া মহা সম্মেলনে আশপাশের জেলা থেকে হাজার হাজার মতুয়া ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন।
বিবার্তা/মিলু/রোমেল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]