
পিরোজপুরের ইন্দুরকানীতে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদ্যাপন করা হয়েছে।
৭ মার্চ, বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদ্যাপন করা হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বরে ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নির্মিত বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে। পরে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে ও পিআইও মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আ. লতিফ হাওলাদার, বীরমুক্তিযোদ্ধা স্বপন কুমার ডাকুয়া, ওসি কামরুজ্জামান তালুকদার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান খান প্রমুখ।
পরে ৭ মার্চ উপলক্ষ্যে উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
বিবার্তা/শামীম/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]