ব্রাহ্মণবাড়িয়ায় নানা কর্মসূচির মধ্যদিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত
প্রকাশ : ০৭ মার্চ ২০২৪, ১৬:৪৭
ব্রাহ্মণবাড়িয়ায় নানা কর্মসূচির মধ্যদিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ায় নানা কর্মসূচির মধ্যদিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে।


৭ মার্চ, বৃহস্পতিবার সকালে শহরের বঙ্গবন্ধু স্কয়ারে জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।


প্রথমে জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান ও পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।


পরে গার্ড অব অনার প্রদান শেষে জেলা আওয়ামী লীগ, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দফতর, সামাজিক সংগঠনসহ নানা শ্রেণি পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।


পরে বঙ্গবন্ধু স্কয়ারে একটি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়।


এছাড়াও দিনটি পালনে জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।


বিবার্তা/আকঞ্জি/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com