টুঙ্গিপাড়ায় ভিন্নমাত্রায় পালিত হলো ঐতিহাসিক ৭ মার্চ
প্রকাশ : ০৭ মার্চ ২০২৪, ১৩:৫১
টুঙ্গিপাড়ায় ভিন্নমাত্রায় পালিত হলো ঐতিহাসিক ৭ মার্চ
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ভিন্নমাত্রায় পালিত হলো ঐতিহাসিক ৭ মার্চের অনুষ্ঠান। উপজেলা পরিষদের সামনে হেলিপ্যাডের বিশাল এলায় ৭শ শিশু শিক্ষার্থীদের দ্বারা বানানো হয়েছিল ৭ মার্চ ছায়া লেখা। আর এই শিক্ষার্থীদের একসাথে উচ্চারণে ধ্বনিত হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রেসকোর্স ময়দানে দেয়া ঐতিহাসিক সেই ৭ মার্চের ভাষণ।



পরে সেখানে ৭ই মার্চের ১৯ মিনিটের ১ হাজার ১০৮টি শব্দের ঐতিহাসিক ভাষণকে স্মরণ করে ১হাজার ১০৮জন শিক্ষার্থী একসাথে জাতীয় পতাকা হাতে নাড়িয়ে এক অনন্য দৃশ্যের অবতারণা করে।


এর পরপরই এইসব শিক্ষার্থীরাই প্রত্যেকে নানা রঙের বেলুন আকাশে উড়িয়ে দিয়ে একটি রঙিন আকাশ উপহার দেয়।



এসময় মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনি এলাকা গোপালগঞ্জ-৩ সংসদীয় আসনের উন্নয়ন প্রতিনিধি মো. শহিদ উল্লাহ খন্দকারসহ অনুষ্ঠানে আগত অতিথিরা বেলুন উড়িয়ে এসব অনুষ্ঠানের উদ্বোধন করেন।


ভাষণ উপস্থাপন বেলুন উড্ডয়ন শেষে প্লাকার্ড নিয়ে ‘৭ই মার্চের শব্দ শোভাযাত্রা’ নামে একটি মিছিল বের করে উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অপর্ণ করা হয়।


টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মঈনুল হক বলেন, ‘৭ই মার্চের ১৯ মিনিটের ১১০৮টি শব্দের ঐতিহাসিক ভাষণ বাঙালি জাতির অনন্ত প্রেরণার উৎস। পাকিস্তানের রাষ্ট্রকাঠামোর মধ্যে থেকে সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে স্বাধীনতাকামী বাঙালিদের সামনে কঠিন সংকটময় মুহূর্তে ভারসাম্যপূর্ণ অথচ আবেগময় কণ্ঠে একটি জাতিকে ঐক্যবদ্ধ লড়াইয়ের জন্য প্রস্তুত করে স্বাধীনতার আহ্বান জানান বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর হৃদয় উৎসারিত ১১০৮টি শব্দমালার সুনিপুণ বুনন বাঙালি জাতিকে দিয়েছে আরাধ্য স্বাধীনতা, মাতৃভূমি, অপ্রতিরোধ্য অগ্রযাত্রার বাংলাদেশ। তরুণ প্রজন্ম বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম ও বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত করতে ৭ মার্চের ভাষণ তাদেরকে আত্মস্থ করানো হয়। এটি ভবিষ্যতের স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে উঠতে তাদের পাথেয় হিসেবে কাজ করবে।


টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনা ও সভাপতিত্বে ভাষণ উপস্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গোপালগঞ্জ-৩ সংসদীয় আসনের উন্নয়ন প্রতিনিধি মো. শহিদ উল্লাহ খন্দকার উপস্থিত ছিলেন।


টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সোলায়মান বিশ্বাস, পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল ও উপজেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


বিবার্তা/সঞ্জয়/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com