
সাভারের আশুলিয়ায় সাত বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক হোটেল কর্মচারীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৪। রাতে
৭ মার্চ, বৃহস্পতিবার আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব ৪।
র্যাব ৪ জানায়, ৬ মার্চ, বুধবার বিকেলে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় সাত বছরের ওই শিশুকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ চেষ্টা চালায় হোটেল কর্মচারী মিজানুর রহমান মিজান। পরে শিশুটি চিৎকার করলে অভিযুক্ত মিজান পালিয়ে যায়।
পরে শিশুটির পরিবার সাভার র্যাব ৪ কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করলে র্যাব রাতে নরসিংহপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। আটকের পর তাকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব।
এবিষয়ে আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) হাসান বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে সকালে আদালতে প্রেরণ করা হয়েছে আসামিকে।
বিবার্তা/শরীফুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]